পেঁয়াজ হাতের তালুতে ঘষুন, ঘটে যাবে মিরাকেল !
১) পেঁয়াজের রসে হলুদ মিশিয়ে তা ত্বকে লাগালে, ত্বকের দাগ ধীরে ধীরে মিলিয়ে যেতে পারে, ফিরে আসতে হারানো জেল্লা৷
২) পেঁয়াজকে মনে করা হয় ন্যাচরাল পেইনকিলার৷ তাই পেঁয়াজ খেলে মাসিকের ব্যথাতেও উপশম হয় বলে অনেকে মত৷
৩) আবার ঠান্ডায় সর্দি বা গরমে নাক থেকে রক্তপাত, এ সময় পেঁয়াজের গন্ধই বোধ হয় ম্যাজিকের কাজ করে, এসব সমস্যা দূর করতে পারে৷
৪) গলার ব্যথাতেও নাকি পেঁয়াজ ফোটানো জল খেলে আরাম পাওয়া যায়৷
৫) অনেকেই আবার বলেন, মশা বা মৌমাছি কামড়ালে সে স্থানে পেঁয়াজ ঘষলে, তার মধ্যে থাকা সালফার এই চুলকুনি বন্ধ করে স্বস্তি দেয়৷
তবে অনেকেই হয়তো এই বিষয়ে একমত হবেন না, কারণ সবার ওপর সব জিনিস একইভাবে কাজ করবে, এমনো তো নয়৷ তাই ব্যতিক্রম থাকবেই৷