মাত্র ২৫ টাকায় মিলবে পেঁয়াজ! সঙ্গে থাকতে হবে বিয়ের কার্ড
কলকাতা টাইমসঃ
মাত্র ২৫ টাকায় মিলবে পেঁয়াজ! কিন্তু এই দামে আজকের মহার্ঘ বস্তুটি পেতে গেলে আপনার সঙ্গে থাকতে হবে বিয়ের কার্ড। মানে, বিয়ে বা বৌভাতের অনুষ্ঠানের জন্যই এই দামে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বিহার রাজ্য সমবায় বিপণন কতৃপক্ষ।
সাধারণ মানুষকে পেঁয়াজের ঝাঁজের(দাম) হাত থেকে রেহাই দিতে বিজেপি দোকান খুলে বসেছে বিহার সরকার। সেখানে আসা ক্রেতাদের ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে তারা। সেখানেই বিয়ের অনুষ্ঠানের জন্য অভিনব এই ছাড়ের ব্যবস্থা করেছে বিহার সরকার। প্রসঙ্গত কম দামে পেঁয়াজ কিনতে প্রবল ভিড় হচ্ছে এই সরকারি দোকানে। আহতও হচ্ছেন সরকারি দোকানিরা। যে কারণে গত শনিবার হেলমেট পড়ে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায় তাদের।