মাত্র ১৭ মাস বয়েসেই ৬ লক্ষ ফলোয়ার !
কলকাতা টাইমসঃ
টেনিস কোর্টের রাণী সেরেনা উইলিয়ামস। এক যুগেরও বেশি সময় ধরে তিনি রাজত্ব করছেন এই ক্রীড়াঙ্গনে। বিশ্বজুড়ে তার ভক্তের সংখ্যাও কম নয়। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে নজর দিলে তা স্পষ্ট বোঝা যায়। টুইটারে আমেরিকান এই টেনিস কিংবদন্তিকে অনুসরণ করেন প্রায় ১১ মিলিয়ন অনুসারী। ইনস্টাগ্রামেও তার ফলোয়ার সংখ্যা ১১ মিলিয়নের কাছাকাছি। এছাড়া ফেসবুকে তাকে ফলো করেন প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ব্যবহারকারী।
এদিক থেকে সেরেনার মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রও যেন পিছিয়ে নেই। বাবা-মায়ের কল্যাণে ইতোমধ্যে ব্যাপক তারকাখ্যাতি পেয়ে গেছে সেরেনার ১৭ মাস বয়সী মেয়ে। এমনকি বয়স মাত্র ১৭ মাস হলেও ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন প্রায় ছয় লাখ ব্যবহারকারী।
অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের নামে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে এই মুহূর্তে সেটার ফলোয়ার সংখ্যা পাঁচ লাখ ৫৫ হাজার। মূলত সেরেনা ও তার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ানে মিলে এটির রক্ষণাবেক্ষণ করেন। বায়োতে এমন তথ্যই লেখা রয়েছে। তবে ইতোমধ্যেই অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
ওহানিয়ান জুনিয়রের জন্ম ২০১৭ সালের ১ সেপ্টেম্বর।