বয়স মাত্র ৬: মারকুটে ব্যাটসম্যান: সঙ্গে দুর্দান্ত লেগস্পিন এবং গুগলি !
কলকাতা টাইমসঃ
বয়স মাত্র ছয়। মারকুটে ব্যাটসম্যান। সঙ্গে দুর্দান্ত লেগস্পিন এবং গুগলি! বাংলাদেশি এই বিস্ময়বালক মজেছেন শচীন তেন্ডুলকর থেকে শেন ওয়ার্ন। বাংলাদেশের বরিশালের ক্ষুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদ আপাতত আলোচনার শীর্ষে।
এবার ৬ বছর বয়সী ক্ষুদে লেগস্পিনার সাদিদের বোলিং দেখে চুপ থাকতে পারলেন না ওয়ার্নার। শেন ওয়ার্ন টুইটারে লিখেছেন, ‘ওয়াও! এই ভিডিওটা আমাকে পাঠানো হয়েছে। দারুন বোলিং। সে কে? অসাধারণ। বোলিং চালিয়ে যাও।’
এর আগে সাদিদের বোলিংয়ের ভিডিও ক্লিপ শেয়ার করে সচিন লেখেন, ‘ওয়াও। রিসিভড্ দিস ভিডিও ফ্রম এ ফ্রেন্ড। ইটস ব্রিলিয়ান্ট। দি লাভ এন্ড পেশেনস দিস লিটল বয় হ্যাজ ফর দি গেম ইজ এভিডেন্ট’।