January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জীবনের থেকেও দামি মাত্র ৯ নম্বর, আত্মঘাতী ছাত্র

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্ক :

গোটা প্রশ্নপত্রে মাত্র তিনটি প্রশ্ন পারেনি সে । তার জন্য বরাদ্দ মোট নম্বর ৯ কম পাবে ভেবেই ভয়ঙ্কর পথ বেছেনিলো দশম শ্রেণীর এক ছাত্র। ক্লাসের মেধাবি ছাত্রটি প্রশ্ন ছেড়ে আসার এই বিষন্নতায় বাড়ি  ফেরার কিছুক্ষণ পরেই আত্মহত্যা করল।  তদন্তে নেমে সেই পড়ুয়ার আত্মহত্যার কারণ জানতে পরেই চমকে ওঠে পুলিশ।

খবর অনুযায়ী, মোহালির বাসিন্দা দ্বাদশ শ্রেণির পড়ুয়া করণবীর সিংহ বোর্ডের পরীক্ষা দিয়ে এসেই আত্মহত্যা করে। পদার্থবিদ্যা পরীক্ষায় করণবীর সিংহ তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। তার পরে ক্রমশ অবসাদে ভুগছিল সে। এ পরেই গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে দাবি তার পরিবারের।

পরিবারের আরও দাবি, স্কুলে দশম শ্রেণির পরীক্ষায় ভাল ফল করেছিল করণবীর। সম্প্রতি আইআইটি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছিল সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামান্য তিনটি প্রশ্নের উত্তর না দেওয়ার জেরে করণবীরের জীবনঘাতী সিদ্ধান্তের কথা ভেবে অবাক হয়ে যাচ্ছেন পরিবারে সদস্যরা।

Related Posts

Leave a Reply