নানা চিন্তা থেকে সারাজীবনের জন্য মুক্তি এই মন্ত্রগুলি পাঠ করলেই
কলকাতা টাইমস :
দুশ্চিন্তা দূর করার পাশাপাশি নানা উপকার পেতে কী কী মন্ত্র জপ করতে হবে জানেন ?
১. দুর্গা মন্ত্র: একের পর এক বাঁধার কারণে কি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে? তাহলে নিয়মিত সাকলে উঠে স্নান সেরে এই মন্ত্রটি জপ করা শুরু করুন। দেখবেন জীবনে হারিয়ে যাওয়া শান্তি তো ফিরে আসবেই, সেই সঙ্গে যে কোনও ধরনের সমস্যা কমে যেতেও সময় লাগবে না। মন্ত্রটি হল-“আম মহা-ধীবইয়া চা বিদমাহে, দুর্গায়া চা ধিমাহে, তানো ধেভী প্রাচোদায়াৎ”।
২. তন্ত্র মন্ত্র: অফিসে কি অনেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে? তাহলে বন্ধু এই মন্ত্রটি প্রতিদিন ১০০০ বার জপ করতে ভুলবেন না যেন! আসলে এমনটা বিশ্বাস করা হয় যে এই তন্ত্র মন্ত্রটি এতটাই শক্তিশালী যে নিয়মিত পাঠ করলে প্রতিপক্ষদের ধরাশায়ী করে সামনে এগিয়ে যেতে সময়ই লাগে না। সেই সঙ্গে খারাপ শক্তির প্রভাবে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। প্রসঙ্গত, মন্ত্রটি হল- “ওম বিশভায়া নাম গন্ধর্বোলোচিনি নাওমী লুশিতিকর্ণ্য তাসমাই বিশ্ব সোয়াহা”।
৩. শান্তি মন্ত্র: শাস্ত্রে বলে ঘুম থেকে ওঠার পর এই মন্ত্রটি জপ করলে সারা দিনটা ভাল যায়। আর এক একটা দিন যখন আনন্দে কাটতে শুরু করে, তখন ৩৬৫ দিনই যে আনন্দে ভরে ওঠে, সে বিষয়ে কি কোনও সন্দেহ থাকে বন্ধু! কথায় বলে বিন্দু থেকে সিন্ধু হয়। আর সুখে কীভাবে থাকা যায়, এই প্রশ্নের উত্তর দিতে গিয়েও সাধুরা এই একই কথা বলে থাকেন। প্রতিদিন সুখে থাকুন। তাহলেই দেখবেন সুখের সাগরে ডুবকি লাগানোর সুযোগ একদিন ঠিক এসেই যাবে। প্রসঙ্গত, যে সুখ মন্ত্রটি পাঠ করলে প্রতিদিন আনন্দে ভরে ওঠে, সেটি হল: “ওম সোয়োহা নাভাবাতু, সোয়াহা নউ ভুনাকতু, সোয়াহা ভিরানইয়াম কর্ববাহি, তেজাসভি অবধিতামাস্তু মা ভিদবিসাবাহি নমঃ”।
৪. ওম মন্ত্র: বৈদিক মন্ত্রগুলির মধ্যে সবথেকে শক্তিশালী মন্ত্র হল এই মন্ত্রটি। শুধু তাই নয়, ওম হল সারা বিশ্বের শব্দ, “দা সাউন্ড অব ইউনিভার্স”। তাই তো নিয়মিত ১০৮ বার এই মন্ত্রটি জপ করলে মন শান্ত হয়। সেই সঙ্গে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে। ফলে কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যায় বেড়ে। এক্ষেত্রে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে। তা হল, গত কয়েক দশকে আমাদের দেশের যুব সমাজের মধ্যে যে যে মারণ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, তার প্রায় সবকটির সঙ্গেই স্ট্রেসের সরাসরি যোগ রয়েছে। এই কারণে তো বলি বন্ধুরা, দীর্ঘদিন যদি সুস্থভাবে বাঁচতে চান, তাহলে প্রতিদিন “ওম” মন্ত্র জপ করতে ভুলবেন না যেন!
৫. সুখ মন্ত্র: “লোকা সমস্তা সুখিনু ভবতু”, এই মন্ত্রটি প্রতিদিন সকালে উঠে জপ করলে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে নেগেটিভ শক্তি ধারে কাছেও ঘেঁষতে পারে না। ফলে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। আর কোনও খারাপ ঘঠনা যদি না ঘটে, তাহলে মন খারাপ হবে কেমন করে বলুন! তাই যদি অফুরন্ত আনন্দের সন্ধান পেতে চান, তাহলে এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন!
৬. শ্রী গণেশ মন্ত্র: শাস্ত্রে বলে দুঃখ দূর করতে গণেশ মন্ত্রের কোনও বিকল্প হয় না বললেই চলে। কারণ ভগবান গণেশ হলেন সমৃদ্ধির দেবতা। তাই তো প্রতিদিন সকালে স্নান সেরে “ওম গাম গনপাতায়া নমহঃ”, এই মন্ত্রটি জপ করতে করতে গণেশ ঠাকুরের পুজো করলে খারাপ সময় কেটে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, কর্মজীবন থেকে সামাজিক জীবন, সব ক্ষেত্রেই তুমুল সাফল্যের স্বাদ মেলে, প্রশস্ত হয় অর্থনৈতিক সমৃদ্ধির পথও। তাই তো বলি বন্ধু যখনই দেখবেন মনটা পাগলা ঘোড়ার মতো ছটফটে করছে, তখনই এই মন্ত্রটি জপ করবেন, দেখবেন সুখের জোয়ার আসতে সময় লাগবে না।
৭. দুর্গা গায়ত্রী মন্ত্র: একের পর এক বাঁধার কারণে কি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে? তাহলে নিয়মিত সাকলে উঠে স্নান সেরে এই মন্ত্রটি জপ করা শুরু করুন। দেখবেন জীবনে হারিয়ে যাওয়া শান্তি তো ফিরে আসবেই, সেই সঙ্গে যে কোনও ধরনের সমস্যা কমে যেতেও সময় লাগবে না। প্রসঙ্গত, প্রতিপক্ষদের হারিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে যেতেও সাহায্য করে এই মন্ত্রটি। তাই তো বলি বন্ধু, অল্প সময়ে যদি চোখে পরার মতো পদন্নতি পেতে চান, তাহলে নিয়মিত এই দুর্গা গায়ত্রী মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন! মন্ত্রটি হল-“আম মহা-ধীবইয়া চা বিদমাহে, দুর্গায়া চা ধিমাহে, তানো ধেভী প্রাচোদায়াৎ”।
৮. শক্তিশালী শিব মন্ত্র : ভগবান শিব হলেন সর্বশক্তির আধার। তাই তো একবার এই শক্তির সন্ধান পেয়ে গেলে সুখের হদিশ পেতে সময় লাগে না! তাই তো বলি দুঃখের মার থেকে বাঁচতে যদি চান, তাহলে নিয়মিত “ওম নমঃ শিবায়”, এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, নিয়মিত এই মন্ত্রটি জপ করলে যে শুধু সুখের ঝাঁপি ভরে ওটে, তা নয়। সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন- মনের জোর বাড়ে, কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয়, গৃহস্থে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে এবং অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পরার মতো। এক কথায় সুখে-শান্তিতে বাঁচতে এ জীবনে যা কিছুর প্রয়োজন পরে, তা সবই মেলে এই শিব মন্ত্রটি জপ করলে।