January 18, 2025     Select Language
KT Popular খেলা

কোহলির হাত থেকে একমাত্র ঈশ্বরই রক্ষা করতে পারে -গিলক্রিস্ট

[kodex_post_like_buttons]

।। কেন কোহলি আলাদা  ?।।

রজত পাল

ষ্ট্রেলিয়ার কিংবদন্তি cricketer গিলক্রিস্ট ওদেশের কাগজে তার কলামে যা লিখেছেন, তা হল পরিষ্কার —
ফেডেরার, জর্ডান, ওয়ার্ন দের মতন তারকা খেলোয়াড়দের সাথে তুলনা করে বলেছেন প্রতিভা তো বটেই, কিন্তু আসল শক্তি হল মানসিক শক্তি । ব্যক্তি জীবন থেকে এবং ব্যর্থতা থেকে দ্রুত শিখে নেওয়া এবং ক্রমাগত নিজেকে ধারালো করে তোলা । এবং অবশ্যই লক্ষ্যে অবিচল থাকা ।
একথা  বরাবরই মনে হয়েছে যে এই ক্ষমতা যাদের থাকে তারা জীবনে যে কাজই করুন না কেন, সফলতা লাভ করে । সবাই বিশ্ববিখ্যাত না হলেও সফল হয়ই । ক্রমাগত শিখে নেওয়া এবং লক্ষ্যে অবিচল থাকা এ এক বিরল ক্ষমতা ।
কোহলি ক্রিকেট না খেলে হকি বা ফুটবল খেললেও সফল হত বৈকি ! বিষয়টা সহজ নয় । আমাদের স্মৃতিতে ইস্টবেঙ্গল এর জার্সি পরে কপিল দেবের স্মৃতি আছে ।  ইষ্ট বেঙ্গল সাপোর্টার হয়েও বলতে পারি সে স্মৃতি খুব মধুর নয় ।
যে বা যারা দুদিন আগে বিরাটের জিভ বের করা ছবি দেখে চটেছেন, তাদের বলি ওকে জাজ করা মুশকিল ।
হতেই পারে বিরাট অষ্ট্রেলিয়াতে সফল হল, হতেই পারে ততোটা সফল হল না । কিন্তু সে দ্রুত শিখে নেবে এবং পরের মোলাকাতে নায়ক হয়েই ফিরবে । শুধু জাত cricketer হলেই হয় না । চাই ঐ মানসিক শক্তি । কতো দুরন্ত ক্রিকেট প্রতিভাবানকে তো দেখলাম বা নাম শুনলাম । বম্বের অমল মজুমদারের কথা মনে পড়ে ? বিনোদ কাম্বলি কিভাবে শুরু করেছিল মনে আছে ?

Related Posts

Leave a Reply