শুধুমাত্র গত বছর ব্রিটেনের থেকেও বড় বনাঞ্চল হারিয়ে গেছে পৃথিবী থেকে !
কলকাতা টাইমসঃ
শুধুমাত্র গত বছর অর্থাৎ ২০২০ সালেই ব্রিটেনের থেকেও বড় বনাঞ্চল হারিয়ে গেছে পৃথিবী থেকে। এমনটাই তথ্য উঠে এলো এবছরের জলবায়ু সম্মেলনে। জানা যাচ্ছে হারিয়ে যাওয়া মোট জমির পরিমান হলো ২ লক্ষ ৫৮ হাজার বর্গ কিলোমিটার।
গ্লাসকোর জলবায়ু সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং কঙ্গো সহ মোট ১০০টি দেশ বনাঞ্চল রক্ষায় নিজেরা ঐক্যবোধ্য হন। এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা এই ঘোষণা করে। তাদের এই প্রচেষ্টার ফলে মোট ৩৩ মিলিয়ন বর্গকিলোমিটার বনাঞ্চলকে আগামী দিনে রক্ষা করতে সমর্থ হবে। এই যৌথ চুক্তিকে নজিরবিহীন বলে সাধুবাদ জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।