November 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মাত্র দুটোই বেঁচে আছে এই পৃথিবীতে!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

টা একট উভচর প্রাণী। দেখতে একেক জনের কাছে একেক রকম হবে। অনেকের কাছে হাস্যকর একটা প্রাণী। কিন্তু অদ্ভুত ও বিদঘুটে তো বটেই। এগুলো ইস্টার্ন হেলবেন্ডার। তবে ‘ডেভিল ডগস’ বা ‘শয়তান কুকুর’ নামেই বেশি পরিচিত। ‘স্নট ওটার্স’ বা ‘ওল্ড লাসাগনা সাইডস’ নামেও ডাকা হয়।

দ্য ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ব্রঙ্কস জু আগতদের দেখাচ্ছে দুটো ইস্টার্ন হেলবেন্ডারকে। এদের মাথা ও দেহ চ্যাপ্টা। চোখগুলো ছোট ছোট। চটচটে এবড়ো-থেবড়ো ত্বকের রং অনেকটা বাদামি ও লালচে-বাদামির মতো।  

প্রকৃতিতে এদের অস্তিত্ব বিলুপ্তির পথে। তাই এদের রক্ষার চেষ্টা চলছে। বড় আকারে একটি হেলবেন্ডারের আকার ২ ফুট পর্যন্ত হয়। এই দুটো হেলবেন্ডার বেঁচে রয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ তৃতীয়টির দেখা এখনো মেলেনি।

Related Posts

Leave a Reply