সিঙ্গাপুরের বোটানিক গার্ডেনে নরেন্দ্র মোদির নামে রাখা হলো অর্কিডের নাম !
নিউজ ডেস্কঃ
সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নেওয়া হলো। জানা গিয়েছে, শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেনে একটি অর্কিডের নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদির নামে। ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি’ নাম রাখা হয়েছে সিঙ্গাপুরের বোটানিক গার্ডেনে অবস্থিত অর্কিডটির। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্র একটি টুইটও করেছে।
সেই টুইট বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেনে একটি অর্কিডের নাম রাখা হয়েছে ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি।’ পাঁচ দিনের সফরের শেষ দিন শনিবার সিঙ্গাপুরে পা রেখেছেন নরেন্দ্র মোদি। এর আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ঘুরে সিঙ্গাপুরে গিয়েছেন তিনি। জানা গেছে সেখানকার শ্রী মারিয়াম্মান মন্দিরেও যান নরেন্দ্র মোদী।