বলুন তো কোন সুপারস্টারের নাম বিস্বরূপ, কার পুষ্পরাগ?
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
টালিগঞ্জ বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় বাজার। টালিগঞ্জকে কেন্দ্র করে গড়ে ওঠা সিনেমা জগৎ টালিউড নামে পরিচিত। উত্তর কুমার, প্রসেনজিৎ, জিৎ ও দেব এমন বহু জনপ্রিয় অভিনেতা বাংলা সিনেমাকে জনপ্রিয় করেছে। কিন্তু টালিউডের এমন কিছু নায়ককে আমরা যেসব নামে জানি ওই নাম গুলো তাদের আসল না, বরয় সিনেমা জগতে এসে এসব নাম ধারণ করেছে তারা। চলুন দেখে নেওয়া যাক তাদের প্রকৃত নাম!
উত্তম কুমার : অরুণ কুমার চট্টোপাধ্যায়, এই নামটা মোটেও পরিচিত নয় সকলের কাছে। তবে উত্তম কুমারকে চেনে না সেটা অসম্ভব। হ্যাঁ মহানায়কের আসল নাম অরুণ কুমার।
চিরঞ্জিৎ : আসল নাম দীপক চক্রবর্তী। সিনেমায় আসার পর চিরঞ্জিৎ নামেই পরিচিত।
জিৎ : হরনাথ চক্রবর্তী পরিচালিত “সাথী” সিনেমায় আত্মপ্রকাশ। হরনাথ চক্রবর্তীই “জিৎ” নামটি দেন। যদিও আসল নাম জিতেন্দ্র মদনানি।
দেব : টলিউডের অন্যতম সুপারস্টার দেব। তার নাম দীপক অধিকারী।
যিশু সেনগুপ্ত : ব্যোমকেশ, রাজকাহিনির কবীর বা জুলফিকরের কাশীনাথ কুণ্ডু, যিশু সেনগুপ্তর আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত।
টোটা : টোটা রায়চৌধুরী আসল নাম কিন্তু টোটা নয়, পুষ্পরাগ রায়চৌধুরী।
ওম : মডেলিংয়ে ক্যারিয়ার শুরু। তারপর মেগা সিরিয়াল, আর এখন নায়ক ওম। আসল নাম ওমপ্রকাশ সাহানি।
বনি সেনগুপ্ত : টলিউডে অন্যতম জনপ্রিয় বনি সেনগুপ্ত। অভিনেতা সুখেন দাসের নাতি বনির আসল নাম অবশ্য অনুপ্রিয়।