January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

অস্কারজয়ী পরিচারের কন্যা পর্নস্টার !    

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জুরাসিক পার্ক, জয়স, রাডার অফ দা লাস্ট আর্ক্-এর মত্ সিনেমা তৈরী করে বিখ্যাত স্টিভেন স্পিলবার্গ। তার মেয়েও হতে চান বিখ্যাত। তাই বাবার মত্ তিনিও বিনোদন জগৎকে বেঁচে নিয়েছেন। যদিও তার জগৎটা নীল দুনিয়া। হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের মেয়ে মিকালা, মাত্র ২৩ বছর বয়সেই খবরের শিরোনামে । পর্নস্টার হওয়ার লক্ষে নীল দুনিয়ায় পা রেখেছেন এই তিনি ।

মিকালা সাংবাদিকদের জানিয়েছেন, এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তার  মা-বাবা এবং হবু স্বামী। এখন থেকে তিনি প্রাপ্ত বয়স্কদের বিনোদন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এর আগে অল্প কয়েকটি পর্নভিডিও তৈরি ধারণ করে পর্নসাইটে দিয়েছেন মিকালা। সেগুলোতে ব্যাপক সাড়া পাওয়ার পর নীল দুনিয়াকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও ওই ভিডিওগুলো সরিয়ে নিয়েছেন তিনি।

জানা গেছে, শিশু অবস্থায় যৌন নিপীড়নের শিকার হন মিকালা। পরে সেই ট্রমা থেকে বের হয়ে এসেছেন। বর্তমানে চেষ্টা করছেন যৌনতাকে একেবারে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার। তার প্রত্যাশা, পর্নজগতে তার শরীরকে ভোগের পণ্য হিসেবে না দেখে সম্মান করা হবে।

Leave a Reply