রাতারাতি একের পর এক হাসপাতাল তৈরী করে রেকর্ড চীনের
কলকাতা টাইমসঃ
ইতোমধ্যেই করোনা ভাইরাস মহামারীর আকার নিয়েছে চীনে। এখনো পর্যন্ত সেদেশে ২১৩ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ৭ হাজারেরও বেশি মানুষ। এরই মধ্যে রাতারাতি একের পর এক হাসপাতাল তৈরী করে রেকর্ড সৃষ্টি করছে এশিয়ার এই দেশ।
সম্প্রতি ৪৮ ঘণ্টায় একটি হাসপাতাল তৈরির পর রাতারাতি আরও দুটি হাসপাতাল বানাচ্ছে চীন। গতকাল থেকে সেই কাজ শুরু হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সমস্ত আধুনিক সুবিধা সহ চিকিৎসা পরিষেবা মিলবে সেখানে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ।