November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বিশ্ববিখ্যাত কোম্পানিগুলি বিক্রি হয়েছে ১ হাজারেরও কমে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস ;

থায় বলে ব্যবসা করতে হলে কপালে লক্ষী থাকা চাই । কিন্তু এই লক্ষ্মী অচলা নন। পৃথিবীর বিখ্যাত সব কোম্পানি বিভিন্ন সময় প্রবল আর্থিক সংকটের মুখে পড়েছে। পরিণামে জলের দরে বিক্রি হয়ে গিয়েছে এইসব কোম্পানি, হাতবদল হয়েছে মালিকানা। এখানে রইল এমন কিছু কোম্পানির কাহিনি যেগুলি বর্তমানে কয়েকশ’ কোটি টাকা আয় করছে, কিন্তু এক সময়ে এই কোম্পানিগুলির মালিকানা হাতবদল হয়েছিল ১০ ব্রিটিশ পাউন্ড যা এখনকার বাজে দরে প্রায় ৮৭৭ টাকা ।

রিডার্স ডাইজেস্ট : বিক্রি হয়েছিল কমবেশি ৯০০ টাকায়। ২০১৪ সালে ব্রিটিশ উদ্যোগপতি মাইক লিউকওয়েল মাত্র এক ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে এই বিশ্ববিখ্যাত পত্রিকা কোম্পানিটি কিনে নেন। মন্দায় চলা এই কোম্পানিটি বেটার ক্যাপিটাল এই অবিশ্বাস্য কম দামেই বিক্রি করে দেয় মাইককে।

চেলসি ফুটবল ক্লাব : বিক্রি হয়েছিল কমবেশি ৯০০ টাকায়। বর্তমান মোট সম্পত্তি: ১০ হাজার কোটি টাকা। দেনায় ডুবে থাকা এই ক্লাবটি হোটেল ব্যবসায়ী ১৯৮২ সালে কিনে নেন মাত্র ১ পাউন্ডের বিনিময়ে। এখন বিপুল সম্পত্তির মালিক এই ক্লাব।

রোভার গ্রুপ : বিক্রি হয়েছিল কমবেশি ৯০০ টাকায়। বর্তমান মোট সম্পত্তি: ৩ হাজার কোটি টাকা। এই বিশ্ববিখ্যাত গাড়ির কোম্পানিটি আগে ছিল বিএমডব্লিউ-এর অধীনে। ২০০০ সালে এই কোম্পানিটি প্রায় বন্ধ হওয়ার মুখে পড়েছিল। সেই সময়েই জন টাওয়ার্সের ফিনিক্স কোম্পানি রোভার গ্রুপকে ১০ পাউন্ডে কিনে নেয়।

উলভার হ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব : বিক্রি হয়েছিল কমবেশি ৯০০ টাকায়। বর্তমান মোট সম্পত্তি: ৪০০ কোটি টাকা। স্যার জ্যাক হেওয়ার্ড বন্ধু ব্যবসায়ী স্টিভ মর্গ্যানকে মাত্র ১০ পাউন্ডের বিনিময়ে এটি বিক্রি করে দেন। এটা ছিল বন্ধুকে তাঁর ‘উপহার’।

রেঞ্জার্স ফুটবল ক্লাব: বিক্রি হয়েছিল কমবেশি ৯০০ টাকায়। বর্তমান মোট সম্পত্তি: ১৬৫ কোটি টাকা। স্যার ডেভিড মারে এই স্কটিশ ক্লাবটিকে মাত্র ১ পাউন্ডের বিনিময়ে তুলে দেন ক্রেগ হোয়াইটের হাতে। ট্যাক্স সংক্রান্ত কিছু জটিলতাই এই কাজে তাঁকে বাধ্য করে।

লোটাস কারস: বিক্রি হয়েছিল কমবেশি ৯০০ টাকায়। বর্তমান মোট সম্পত্তি: ৭০০ কোটি টাকা। রেনল্ট এই ফর্মুলা ওয়ান রেসিং টিমটির ৯০ শতাংশ শেয়ার কিনে নেয় মাত্র ১ পাউন্ডের বিনিময়ে।

টাটা স্টিল লংগ প্রোডাক্টস ইউরোপ: বিক্রি হয়েছিল কমবেশি ৯০০ টাকায়। বর্তমান মোট সম্পত্তি: এই মুহূর্তে অনির্ধারিত। বিপুল লোকসানে চলা এই কোম্পানিটি ২০১৬র ১ মে তারিখে ১ পাউন্ডের বিনিময়ে তুলে দেয় গ্রেবুল ক্যাপিটাল।

লেমান ব্রাদার্স ইউরোপ ডিভিশন: বিক্রি হয়েছিল কমবেশি ১৮০ টাকায়। বর্তমান মোট সম্পত্তি: এই মুহূর্তে অনির্ধারিত। ২০০৮ সালে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই ইনভেস্টমেন্ট ব্যাংকটি দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছিল। জাপানের নোমুরা এই অসহায়তার সুযোগে এই ব্যাংকটি কিনে নেয় মাত্র ২ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে।

Related Posts

Leave a Reply