November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

‘পি ৭’ তাই দাম ১২৩ কোটি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

‘মোস্ট নোবেল নম্বরস’ নামে প্রতি বছর দুবাইয়ে নিলামের আসর বসে। এই নিলামের অনুষ্ঠানের উদ্যোক্তা ‘এমিরেটস অকশন’ এবং দুবাইয়ের পরিবহণ মন্ত্রক এটিস্লাট অ্যান্ড ডু। সম্প্রতি এই নিলামের আসর বসেছিল দুবাইয়ে। সেখানেই ‘পি ৭’ নম্বরপ্লেটের নিলাম হয়।

নিলামে ওই নম্বরপ্লেটের দাম ওঠে সাড়ে ৫ কোটি দিরহম। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২২ কোটি ৬০ লক্ষ টাকা। উদ্যোক্তাদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে দামি নম্বরপ্লেট। গিনেস রেকর্ডেও সামিল করা হয়েছে একশো কোটির এই নম্বরপ্লেটকে। শুরুতে এই নম্বরপ্লেটের দাম ওঠে দেড় কোটি দিরহম। 

শুধু ‘পি ৭’-ই নয়, এই অনুষ্ঠানে আরও বিশেষ নম্বরপ্লেট যেমন— এএ১৯, এএ২২, এএ৮০, ও৭১, কিউ২২২২২-এর মতো নম্বরও বিক্রি হয়েছে। এএ১৯ নম্বরপ্লেট বিক্রি হয়েছে ৪৯ লক্ষ দিরহমে, ও৭১ বিক্রি হয়েছে দেড় কোটি দিরহমে এবং কিউ২২২২২ নম্বরপ্লেটটি বিক্রি হয়েছে পৌনে ১০ লক্ষ দিরহমে। শুধু তাই-ই নয়, ৯৭১৫৮৩৩৩৩৩৩৩ মোবাইল নম্বরটি বিক্রি হয়েছে পৌনে ৫ কোটি টাকায়।

Related Posts

Leave a Reply