‘পদ্মশ্রী’ পাচ্ছেন ম্যাঙ্গালুরুর কমলা লেবু বিক্রেতা !
কলকাতা টাইমসঃ
পদমশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন হরেকালা হাজাব্বা। রাস্তায় রাস্তায় ঘুরে কমলা লেবু বিক্রি করা এই ফেরিওলাই এবার খবরের শিরোনামে। ম্যাঙ্গালোর শহরের রাস্তাই তার রুটি রুজির আস্তানা। অবাক হতে হয় হাজব্বার গল্প শুনলে। এই ফেরিওলাই তার প্রতিদিনের রোজগার দিয়ে খুলে ফেলেছেন আস্ত একটা স্কুল।
হাজাব্বার গ্রামে কোনো স্কুল নেই। নিজের সামান্য সঞ্চয় দিয়ে ২০০০ সালে একটি স্কুল স্থাপন করেন তিনি। এরপর শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে ঋণ নিয়ে স্কুলের জন্য জমি কিনে ফেলেন হাজাব্বা।তিনি জানান, ‘‘এক বিদেশি দম্পতি আমাকে রাস্তায় কমলালেবুর দাম জিজ্ঞাসা করেন। কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। আমি টুলু ও বিয়ারি ছাড়া কোনও ভাষা জানি না। আমি ঠিক করি অন্তত আমার গ্রামের বাচ্চাদের যেন এমন সমস্যায় পড়তে না হয়।” কর্ণাটকের নিজের গ্রামে এখন ‘অক্ষর সান্তা’ নামে পরিচিত হারেকালা হাজাব্বা।