পাক সরকারের ঘোষণা -‘কাশ্মীর ভারতের’ !
কলকাতা টাইমসঃ
সম্পূর্ণ কাশ্মীরটাই ভারতের অবিচ্ছেদ্য অংশ। না ভারত নয়, খোদ পাকিস্তানে সরকারি নিউজ চ্যানেল পি-টিভি কার্যত মান্যতা দিলো বক্তব্যকে। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের যাবতীয় বিতর্ককে শিকেয় তুলে সেদেশের মানচিত্রে দেখানো হলো ‘কাশ্মীর ভারতের’। গত ৬ জুন পি-টিভির একটি অনুষ্ঠান সম্প্রচারের সময় পাকিস্তানের মানচিত্রে সম্পূর্ণ কাশ্মীরকেই ভারতের অংশ হিসেবে দেখানো হয়। ৮ জুন বিষয়টি নিয়ে তোলপাড় হয় পাকিস্তানের সংসদ।
এই ঘটনায় স্বভাবতই বিব্রত পাক প্রশাসন। ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করে সরকার। সেই কমিটির সুপারিশ মেনে পি টিভির ওই দুই আধিকারিককে বরখাস্ত করা হয়। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ও মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি তৎক্ষণাৎ ওই দুই সাংবাদিককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।