জাল পাসপোর্টের শিকড় পৌঁছলো পাক গুপ্তচর সংস্থায়, ধৃত ৪, কলকাতায় উদ্ধার ৪০ লক্ষ টাকা
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্য়ন্ত প্রচুর পরিমাণ জাল পাসপোর্ট, আধার ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার বাজেয়াপ্ত করা অর্থের পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা।
তদন্তকারীরা মনে করছেন, মোটা টাকার বিনিময়ে সরাসরি জঙ্গিদের হাতে পৌঁছে যেতে জাল পাসপোর্ট। গোটা ঘটনার নেপথ্যে পাক গুপ্তচর সংস্থার হাত দেখছেন তদন্তকারীরা। জাল পাসপোর্ট মামলার তদন্তে নেমে উত্তরবঙ্গ থেকে আগেই ২ জনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে সোমবার আরও ৪ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতদের তালিকায় রয়েছে, এক পাসপোর্ট অফিসারও।