আমেরিকা থেকে পারমাণবিক প্রযুক্তি চুরির অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে !
কলকাতা টাইমসঃ
পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি চুরি করার অভিযোগ উঠলো পাকিস্তানের বিরুদ্ধে। খোদ মার্কিন মুলুকে তাদের প্রযুক্তি চুরির দায়ে গ্রেফতার করা হলো পাঁচ পাকিস্তানি ব্যবসায়ীকে।সম্প্রতি রাওয়ালপিন্ডির একটি সংস্থার ৫ কর্তাকে গ্রেফতার করে মার্কিন যুক্তরাষ্ট্র। যারা একটি আন্তর্জাতিক চক্রের মাধ্যমে ‘পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন’কে বিভিন্ন দেশের প্রযুক্তি সরবরাহ করতো বলে অভিযোগ।
এই ঘটনা পাকিস্তানের সঙ্গে আমেরিকার সামরিক চুক্তির পক্ষে খুবই বিপজ্জনক বলে মনে করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। সেই অর্থে পাকিস্তানের নিজস্ব কোনও পরমাণু প্রযুক্তি নেই বলেই মনে করে আন্তর্জাতিক মহল। যা আজ খোলসা হয়ে গেল বিশ্বের অন্যান্য দেশের কাছে।