পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ কী ফিক্সিং কর হয়েছিলো?
কলকাতা টাইমসঃ
গতকাল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ কী ফিক্সিং কর হয়েছিলো? আর একার হাতেই সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আফগান অধিনায়ক গুলবাদিন! তেমনটাই ইঙ্গিত পায় যাচ্ছে ক্রিকেট মহলে। বিষয়টির ওপর করা নজর রাখছে আইসিসি। পাকিস্তানের ৪৮তম ওভারে বল করতে এসে ৬ বলে ১৮ রান দিয়ে ম্যাচ পাকিস্তানের হাতে কার্যত তুলে দেয় আফগান অধিনায়ক।
দলের অন্যান্য বোলারদের মধ্যে মুজিবুর রহমান ১০ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন, মোহাম্মাদ নবীও ১০ ওভারে ২৩ রানে পান ২ উইকেট। রশিদ খান ১০ ওভারে ৫০ রানে ১ উইকেট পেয়েছেন এবং সামিউল্লাহ শেনওয়ারি ৮ ওভার বল করে ৩২ রান দিয়েছেন। সেখানে গুলবাদিন ৯.৩ ওভার বল করে ৭৩ রান দিয়ে কোনো উইকেটই পাননি!
আবার পাকিস্তানের ইনিংসের ৫০তম ওভারে জয়ের জন্য তাদের যখন শেষ ৬ বলে ৬ রান দরকার, তখন গুলবাদিন একটি সহজ রান আউটের সুযোগও মিস করেন! এই সবকিছুই থাকছে সন্দেহের আওতায়।