সমস্ত সম্পত্তি খোয়ানোর মুখে পাকিস্তান ক্রিকেট ! সঙ্কটে দেশ
কলকাতা টাইমসঃ
২০০০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারসহ পাকিস্তানের ক্রিকেট সংস্থা এবং বেশ কিছু সরকারি দুর্নীতির তদন্তভার দেওয়া হয় ব্রডশিট এলএলসি নামের একটি সংস্থাকে। কাজ শেষে পারিশ্রমিক না মেটানোর অভিযোগ উঠলো পাকিস্তানের বিরুদ্ধে।এমনকি এর বিরুদ্ধে মামলায় জিতে পাকিস্তানের যে কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করার পরামর্শ দেওয়া হলো তাদের। খোদ আদালতের এই নির্দেশের পর এবার সক্রিয় হয়ে উঠেছে লন্ডনের ওই সংস্থা।
ব্রডশিট এলএলসি নামের ওই সংস্থার পাকিস্তানের কাছে ৩৩ মিলিয়ন ডলারেরও বেশি পাওনা রয়েছে বলে খবর। বার বার তাগাদা দিয়েও উত্তর না পেয়ে আদালতের দারস্ত হয় ওই সংস্থা। আদালত নির্দেশ দেয়, পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সমস্ত সম্পত্তি সহ যে কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে তারা। ইংল্যান্ড সফররত পাকিস্তানকে এই মর্মে হুমকি দিয়ে রেখেছে ওই সংস্থা। এমনকি লন্ডনের পাকিস্তান দূতাবাস এবং হাইকমিশনারের বাড়িও বাজেয়াপ্ত করার হুমকি দিয়ে রেখেছে তারা।