January 21, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

চলচ্চিত্র বাজারে ভারতীয় হামলা ঠেকাতে এবার ঈদে ভারতীয় সিনেমা নিষিদ্ধ করলো পাকিস্তান 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বলিউডের জনপ্রিয়তা কেবল ভারতেই সীমাবদ্ধ নয়। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, চীন, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহুদেশে বলিউডের জনপ্রিয়তা সমাদৃত। তবে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে প্রায়ই পাকিস্তানে ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এবার রমজানের ঈদের ছুটি উপলক্ষে পাকিস্তানে ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। ঈদের দু’দিন আগে থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত ঈদের ছুটি চলাকালীন ভারতীয় কোনো ছবি সেখানে প্রদর্শন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সেদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রক।

পাকিস্তানি ফিল্ম প্রদর্শকদের এক অনুরোধের প্রেক্ষিতে দেশটির তথ্য মন্ত্রণালয় এই আদেশ দিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। মূলত পাকিস্তানি চলচ্চিত্রগুলোকে উৎসাহীত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের সময় প্রচুর পরিমাণে দর্শক হলগুলোতে ভিড় করে থাকে। তাই এবারের ঈদে দর্শকদের নিজেদের ছবিতে আকৃষ্ট করার এই উদ্যোগ হাতে নিয়েছে তারা।

 

Related Posts

Leave a Reply