পাঞ্জাবকে স্বাধীন করার লক্ষে এবার আসরে নামলো পাকিস্তান
কলকাতা টাইমসঃ
সম্প্রতি কর্তারপুর করিডর খুলে দিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের পবিত্র দরবার সাহিবে যাওয়ার পথ সুগম করে দেয় পাকিস্তান। ভারতের অভিযোগ, এর মাধ্যমে পাকিস্তান আসলে শিখদের সহানুভূতি জিততে চাইছে। তাদের আসল উদ্যেশ্য ২০০৭ সাথে গঠিত শিখ ফর জাস্টিস নামক একটি চরমপন্থী দলের মাধ্যমে পাঞ্জাবে হিংসা ছড়ানো। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পাঞ্জাবিদের জন্য অনলাইনের একটি নির্বাচন করতে চাইছে তারা।
পাঞ্জাবকে স্বাধীন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে মতামত সংগ্রহই যার একমাত্র উদ্যেশ্য। প্রত্যাশিত ফল পেলে পাকিস্তান জাতিসংঘের ওপর চাপ বাড়ানোর কৌশল নেবে বলে জানা যাচ্ছে। উল্যেখ্য, ঠিক ওই সময়েই গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। এসএফজে নিজেদের মানবাধিকার সংগঠন বলে দাবি করলেও পাকিস্তানের করাচি থেকে তাদের ওয়েবসাইট পরিচালিত হয়। পাঞ্জাবের তরুণদের চরমপন্থী ভাবাদর্শে উদ্ধুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে আইএসআইয়ের মদতপুষ্ট এই সংগঠন।