ফের বালাকোটের আশংকায় সীমান্তে চীনা মিসাইল মোতায়েন করলো পাকিস্তান
কলকাতা টাইমসঃ
আরও হতে পারে বালাকোটের মতন অভিযান! এই আশংকা থেকেই সীমান্তে চীনের তৈরি গ্রাউন্ড-টু-এয়ার মিসাইল মোতায়েন করলো পাকিস্তান। গোয়েন্দা সূত্রে খবর, LY-80 মিডিয়াম রেঞ্জ মিসাইল মোতায়েন করেছে প্রতিবেশী দেশটি। এগুলিকে HQ-16-ও বলা হয়।
৪০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারে এই মিসাইল। এই ধরণের পাঁচটি মিসাইল সিস্টেম রয়েছে পাকিস্তানের হাতে। এটি একটি চীনা মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশে একাধিক টার্গেট ধ্বংস করতে এটি সক্ষম। এতে রয়েছে 3D টার্গেট সার্চ র্যাডার। ১৫০ কিলোমিটার দূর থেকে আসা কোনও বিমান সহজেই ধরা পড়বে এর রাডারে।