বিশ্বের ৪৩টি দেশের মোট পণ্যের সমপরিমার ঋণ করেছে পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
ঋণে ডুবে থাকা পাকিস্তানের ধারের পরিমাণ বিশ্বের ৪৩টা দেশের জিডিপি-র সমান! তারপরও ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে চলেছে তারা। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড-এর রিপোর্ট অনুসারে ২০১৮ সালে ভারতের জিডিপি ছিল ২.৭১ লক্ষ কোটি মার্কিন ডলার। যা বিশ্বের সপ্তম বৃহৎ অর্থনীতি। সেখানে পাকিস্তান রয়েছে ৩৯ নম্বরে। তাদের জিডিপি ০.৩১ লক্ষ কোটি মার্কিন ডলার। পাকিস্তানের ঋণের পরিমাণ ১০৫০০ কোটি ডলার।
হিসেব বলছে, বিশ্বের ৪৩টি দেশের একত্রিত জিডিপি-র সমপরিমাণ ঋণ রয়েছে পাকিস্তানের। এর মধ্যে রয়েছে সামোয়া, সেশেল্স, গাম্বিয়া, অ্যান্টিগা, বারমুডা, ভুটান, মধ্য আফ্রিকার দেশগুলি, লাইবেরিয়া, বুরুন্ডি, সুরিনেম, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, মাবদ্বীপ, বারবাডোজ, ফিডির মতো দেশগুলি। এদের মোট জিডিপি ১০৭০০ কোটি ডলার।