January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

শোয়েব আখতারকে অমর করে রাখলো পাকিস্তান

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতারের নামে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নামকরণ করে তাকে অমর করে রাখার সিদ্ধান্ত নিলো পাকিস্তান। সেখানকার ঐতিহাসিক খান রিসার্চ ল্যাবরেটরিজ (কেআরএল) স্টেডিয়ামকে শোয়েবের নামে করা হলো। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবে বিখ্যাত শোয়েব আখতারকে বিরল সম্মানে ভূষিত পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন এই বিধ্বংসী এই পাক বোলার।

টুইটারে শোয়েব লিখেছেন, ‘সম্মানিত বোধ করছি, মাথা নিচু হয়ে আসছে এটা শেয়ার করতে গিয়ে যে, রাওয়ালপিন্ডির ঐতিহাসিক কেআরএল স্টেডিয়ামকে শোয়েব আখতার স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ পাকিস্তানের হয়ে ৪৫ টেস্ট, ১৬৩ ওয়ানডে আর ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। টেস্টে তার নামের পাশে ১৭৮ উইকেট, ওয়ানডেতে ২৪৭ এবং ১৯ উইকেট পেয়েছেন টি-টোয়েন্টিতে।

Related Posts

Leave a Reply