সেনা অভ্যুথানের পথে হাটতে চলেছে পাকিস্তান
কলকাতা টাইমসঃ
সেনা অভ্যুথানের পথে হাটতে চলেছে পাকিস্তান! প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকে মসনদে রেখেই গোটা দেশের নিয়ন্ত্রণ আপাতত নিজেদের হাতে নিয়েছে পাকিস্তান সেনা। সেনাবাহিনীর প্রায় ডজনখানেক বর্তমান এবং অবসরপ্রাপ্ত অফিসার বর্তমানে গুরুত্বপূর্ণ সরকারি ভূমিকা পালন করছেন। ইতিমধ্যেই পাকিস্তানের বিমান, বিদ্যুৎ এবং সাস্থ দফতর ব-কলমে নিজেদের হাতে নিয়েছে সেদেশের সেনাবাহিনী। তাদের মনোনীত অফিসাররা বর্তমানে এই গুরুত্বপূর্ণ দফতর পরিচালনা করছে।
মোট ৪৬ শতাংশ আসন নিয়ে ইমরান খানের মসনদে বসাটা দেশের ছোট দলগুলির সমর্থন এবং সেনার সাহায্য ছাড়া সম্ভব ছিল না। এদিকে মূল্যবৃদ্ধির জেরে পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষুদ্ধ। সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে একের পর এক সেনা অফিসারকে সরকারি উচ্চ পদে বসিয়ে সরকারের উপরে নিয়ন্ত্রণ আরও পোক্ত করছে তারা। এমনকি করোনা নিয়ে সাংবাদিক বৈঠকে দেখা গিয়েছে সেনাকর্তাদের।