February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

ভিক্ষা করে খেলেও চীনা অস্ত্রের সর্ববৃহৎ গ্রাহক পাকিস্তান: রিপোর্ট

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পাকিস্তানের খারাপ অর্থনৈতিক অবস্থা গোটা বিষয় জানে। প্রভূত দেনার দায়ে ভারাক্রান্ত পাকিস্তান। দেশের জনগণ খাদ্য-বস্ত্র-বাসস্থানের জন্য ত্রাহিমম করছে।  অথচ সেই পাকিস্তান কিনা চীনের অস্ত্র কেনার সব থেকে বড় গ্রাহক। সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআইপিআরআই) নতুন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১১-১৫ সাল পর্যন্ত পাকিস্তান তাদের আমদানি করা অস্ত্রের ৬১ শতাংশ নিয়েছে চীন থেকে। এছাড়া ২০১৬-২০ সালের মধ্যে চীন থেকে পাকিস্তানের অস্ত্র নেওয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ শতাংশ। 

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীনা অস্ত্রের শীর্ষ গ্রাহক পাকিস্তান। ২০১৬-২০ সালের মধ্যে মোট অস্ত্র রপ্তানির ৩৮ শতাংশ পাকিস্তানকে দিয়েছে চীন।

চীন থেকে অস্ত্র কেনার বেশ কিছু বড় চুক্তি রয়েছে পাকিস্তানের। ২০২৮ সালের মধ্যে সেসব অস্ত্র পাকিস্তানের কাছে সরবরাহ করার শিডিউল রয়েছে। সেসবের মধ্যে ৫০ টি যুদ্ধ বিমান, আটটি সাবমেরিন এবং চীন থেকে চারটি ফ্রিগেট। এর বাইরে তুরস্কের চারটি ফ্রিগেট কেনার চুক্তিও রয়েছে পাকিস্তানের।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বলছে, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে অস্ত্র আমদানি ২০১১-১৫ সালের তুলনায় ২০১৬-২০ সালে এসে ৮.৩ শতাংশ কমে গেছে। ২০১৬-২০ সালের মধ্যে বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান।

এদিকে ২০১১-১৫ সালের তুলনায় ২০১৬-২০ সালে এসে ভারতে অস্ত্রের আমদানি ৩৩ শতাংশ কমেছে। ২০১১-১৫ এবং ২০১৬-২০ সালের মধ্যে ভারতে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে রাশিয়া।

২০১১-১৫ সালের মধ্যে ভারতে অস্ত্র সরবরাহের তালিকার দুই নম্বরে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ২০১৬-২০ সালে এসে আগের পাঁচ বছরের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ৪৬ শতাংশ কম অস্ত্র কেনে ভারত। ফলে, ২০১৬-২০ সালের মধ্যে ভারতে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় চার নম্বরে চলে যায় যুক্তরাষ্ট্র।

এদিকে ২০১৬-২০ সালের মধ্যে ভারতে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় দুই ও তিন নম্বরে জায়গা পায় ফ্রান্স ও ইসরায়েল।

Related Posts

Leave a Reply