ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র ঢোকাচ্ছে পাকিস্তান
কলকাতা টাইমসঃ
ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র ঢোকাচ্ছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা চালানোর জন্যই ওই অস্ত্র ফেলা হয়েছে বলে পাঞ্জাব পুলিশের অনুমান। ইতিমধ্যেই প্রচুর একে-৪৭ ও গ্রেনেড পাঞ্জাবের অমৃতসরে ফেলা হয়েছে বলে পুলিশ জানাচ্ছে।
এই ধরণের ড্রোনগুলি ৫ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম। তাছাড়া এগুলি খুব দ্রুত উড়তে পারে। ড্রোনটি প্রায় ১০ বার ভারতের সীমানায় প্রবেশ করে এই সব সামগ্রী ফেলতে। যার মধ্যে পাঁচটি স্যাটেলাইট ফোন ছিল। স্যাটেলাইট ফোন সাধারণ নাগরিকরা ব্যবহার করতে পাড়ে না। সুতরাং এর সঙ্গে জঙ্গি নাশকতার পরিকল্পনা পরিষ্কার।