পাকিস্তান ভেঙে দুই টুকরো হওয়ার পথে !
কলকাতা টাইমসঃ
পশতুন নিয়ে দীর্ঘদিন ধরেই বিড়ম্বনায় রয়েছে পাকিস্তান। এই প্রদেশের শতাধিক তরুণীর ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে। বর্তমানে ‘পশতুনিস্তান লিবারেশন আর্মি’ গঠন করে স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনে নেমেছেন খাইবার পাখতুনওয়া প্রদেশের পশতুন জনগোষ্ঠী।
পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে অল্প দিনেই বেশ জনপ্রিয়তা অর্জন করে সংগঠনটি। বিশেষজ্ঞদের আশংকা, বর্তমানে যা পরিস্থিতি তাতে আবারও পাকিস্তান ভেঙে দু’টুকরো হওয়ার পরিস্থিতি তৈরী হয়েছে। প্রসঙ্গত, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানেও একই ধরনের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়েছিল, তখন দীর্ঘ ৯ মাস যাবত রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।’