কাশ্মীর সীমান্তে প্রচুর পরিমানে সেনা পাঠাচ্ছে পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
নিজেদের রক্ষা করতে কাশ্মীর সীমান্তে আরো সেনা পাঠাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক ভাবে অনেকটাই চাপে পরে আজ শনিবার অন্য রাস্তা ধরলো পাকিস্তান। আজ এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের আইএসপিআরের মেজর জেনারেল আসিফ গফুর জানান, প্রতিরোধ গড়ে তোলার জন্য সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর আরো সেনা পাঠানো হচ্ছে। তার বক্তব্য কাশ্মীর ইস্যুর সঙ্গে তার দেশের নিরাপত্তা ঘনিষ্ঠভাবে জড়িত। একইসঙ্গে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যের প্রতিবাদ করেন তিনি।
আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে জেনারেল আসিফ গফুর একথা বলেন। এদিন কাশ্মীর নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে এক বিশেষ বৈঠকে বসেন তারা। এদিন পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আঙ্গিনায় কূটনৈতিক প্রয়াস জারি রাখবে ইসলামাবাদ।