জন্মের জন্যও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান
কলকাতা টাইমস :
পাকিস্তানের শিশুরা বর্তমান বিশ্বে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। এমনটা আমরা নোই বলছে ইউনিসেফের সাম্প্রতিক পরিসংখ্যানে।
পাকিস্তানে শিশুমৃত্যুর হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ইউনিসেফের পরিসংখ্যানে প্রকাশ দেশটিতে জন্মগ্রহণকারী প্রতি এক হাজার শিশুর মধ্যে ৪৬.৬ জন মারা যায় জন্মের প্রথম বছরেই। দেশটিতে জন্মের এক মাসের মধ্যে মারা যায় ২২ নবজাতক।
এ অবস্থার বিপরীত চিত্র দেখা যায় জাপানে। দেশটিতে প্রতি ১,১১১ শিশুর মধ্যে একজন মারা যায়।
শিশু মৃত্যুর হারের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০ দেশ-
১. পাকিস্তান
২. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৩. আফগানিস্তান
৪. সোমালিয়া
৫. লেসোথো
৬. গায়ানা-বিসাউ
৭. দক্ষিণ সুদান
৮. আইভরি কোস্ট
৯. মালি
১০. চাদ
এর বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে বিশ্বের উন্নত ১০টি দেশের ক্ষেত্রে। সবচেয়ে কম শিশুমৃত্যু হয় যেসব দেশে-
১. জাপান
২. আইসল্যান্ড
৩. সিঙ্গাপুর
৪. ফিনল্যান্ড
৫. স্লোভেনিয়া
৬. এস্তোনিয়া
৭. সাইপ্রাস
৮. দক্ষিণ কোরিয়া
৯. নরওয়ে
১০. লুক্সেমবার্গ
এদিকে শিশুমৃত্যুর হারের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে ২২তম। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান, ভারত ও মিয়ানমার বাংলাদেশের চেয়ে বাজে অবস্থায় রয়েছে। বাংলাদেশে প্রতি বছর হাজার শিশুর মাঝে এ মৃত্যুহার ২০ দশমিক ১। ইউনিসেফে মতে, শিশুদের এ মৃত্যুহারের ৮০ শতাংশ ক্ষেত্রে কারণ হলো অপরিণত অবস্থায় জন্মগ্রহণ ও প্রসবকালীন জটিলতা। প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর সেবাসহ অন্যান্য সুবিধা এবং পরিষ্কার পানির ব্যবস্থা নিশ্চিত করা গেলে এসব মৃত্যু ঠেকানো সম্ভব।