এই ঘটনার পর ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, আগেই যুদ্ধবিমানের মহড়া    – KolkataTimes
May 10, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এই ঘটনার পর ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, আগেই যুদ্ধবিমানের মহড়া   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

কাশ্মীরের হান্ডওয়ারায় সম্প্রতি  ভারতীয় সেনা বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালিয়েছিল পাকিস্তানে আশ্রিত জঙ্গিরা। তারপরই প্রধানমন্ত্রী মোদি বলেন, নিহত জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না! এরপর কয়েকদিন ধরেই কাশ্মীর সীমান্তের আকাশে উড়ছে পাকিস্তানি যুদ্ধবিমান।

আর এর পরই ভারতের ভয় কাঁপতে শুরু করেছে পাকিস্তান। আগে-ভাগেই যুদ্ধবিমাকে মহড়া শুরু করে দিয়েছে।

জানা গেছে, হান্ডওয়ারায় ভারতীয় সেনার ওপর জঙ্গি হামলার ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে পাকিস্তান। নরেন্দ্র মোদির বার্তার পর থেকে তারা ভারতের পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে। তাই কাশ্মীরের আকাশে পাকিস্তানি যুদ্ধ বিমানের উড়ে যাওয়ার ছবি বারবার দেখা যাচ্ছে।

যেভাবে সাম্প্রতিককালে হাল না ছেড়ে দিয়ে ভারতীয় সেনা হিজবুল কমান্ডার রিয়াজ নাইকুকে খুঁজে বের করে নিকেশ করেছে , সেই অপরেশনের প্রশংসায় পঞ্চমুখ হন অজিত ডোভাল। এক্ষেত্রে কাশ্মীর পুলিশেরও প্রশংসা করেন তিনি আলাদা করে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই গোয়েন্দা । পিরপাঞ্জাল পিস ফাউন্ডেশন ও টিআরএফ জঙ্গিদের যাতে ধরা যায়, তার জন্য স্থানীয়দের সঙ্গে সখ্যতা বজায় রেখে আরও নিবিড় তথ্য আদায়ের ওপর জোর দেন জাতীয় উপদেষ্টা।

Related Posts

Leave a Reply