বাবুর ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান
নিউজ ডেস্কঃ
বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে বাবুর ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান। এর রেঞ্জ ৭০০ কিলোমিটার।
জানা গেছে, বাবুর ওয়েপন সিস্টেম- ১(বি) ক্রুজ মিসাইলে অ্যাডভান্স অ্যারোডায়নামিক ও এভিয়োনিক্স সিস্টেম রয়েছে। এর ফলে স্থলে ও জলে এটি সঠিকভাবে টার্গেট নিক্ষেপ করতে পারে। পাকিস্তান রেঞ্জার্সের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে, তেরাইন কন্ট্রো ম্যাচিং, ডিজিটাল সিন ম্যাচিং ও এরিয়া কো-রিলেশন টেকনোলজির মতো উপাদান রয়েছে এই মিসাইলে। সেই সঙ্গে রয়েছে সঠিক টার্গেটকে ভেদ করার ক্ষমতা। এমনকি, জিপিএস নেভিগেশন না থাকলেও এটি সঠিক টার্গেট ভেদ করতে পারে।
আরও জানানো হয়েছে, এটি কম উচ্চতায় উঠতে পারে। এটি বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের চেয়ারম্যান, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশন এর সিনিয়র অফিসাররা এই মিসাইল লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররাও ছিলেন। আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন ও প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি।