পাকিস্তানে সেনা অভ্যুত্থানের চক্রান্ত ফাঁস: সাসপেন্ড ৩ জেনারেল সহ ৬০ অফিসার !
কলকাতা টাইমসঃ
পাকিস্তানে সেনা অভ্যুত্থানের গোপন চক্রান্ত ফাঁস! এই ঘটনার জেরে সেদেশের লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ ডোগার, লেফটেন্যান্ট জেনারেল ইজাজ চৌধুরি এবং জেনারেল বিলাল আকবর-সহ বিভিন্ন ইউনিট থেকে মোট ৬০ জন সেনা অফিসারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান আর্মি। জানা যাচ্ছে, একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে ওই সেনা অফিসারদের বিরুদ্ধে।
একসঙ্গে এতজন অফিসারকে সরিয়ে দেওয়ার পিছনে অন্য একটি সম্ভাবনাও অবশ্য উঠে আসছে। সেটা হলো, গত বছর নভেম্বরে পাকিস্তানের বর্তমান সেনা প্রধান কামার বাজওয়ার মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেন ইমরান খান। এই সিদ্ধান্তে পাক সেনার অভ্যন্তরেই বিরুদ্ধে গোষ্ঠীর জন্ম নেয়।ওই গোষ্ঠীকে ছেঁটে ফেলতেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।যদিও পাকিস্তানের ৭২ বছরের ইতিহাসে সেনা অভ্যুত্থানের নজির রয়েছে একাধিক বার।