৪ ভারতীয় নাগরিককে জঙ্গি সাজিয়ে অপহরণের ছক কষেছিল পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
চার ভারতীয় নাগরিককে জঙ্গি সাজিয়ে অপহরণের ছক কষেছিল পাকিস্তান। এমনকি পরবর্তীকালে তাদেরকে জাতিসংঘের কাছে সন্ত্রাসবাদী তকমা দেওয়ার মরিয়া চেষ্টা চালাতো বলেও খবর। এমনই চাঞ্চল্যকর দাবি করলো ভারতীয় গোয়েন্দা সংস্থা। যেভাবেই হোক এখন বদলা নিতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান।
পাকিস্তানের টার্গেটে থাকা ওই চারজন ব্যক্তিরা হলেন, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা আপ্পাজি আংগারা, ওড়িশার গোবিন্দ পট্টনায়েক দুগ্গিভালাসা, অজয় মিস্ত্রি এবং বেণুমাধব ডোংগারা। আফগানিস্তানে কর্মরত ছিলেন এই চারজন। পাকিস্তানের চক্রান্তের গন্ধ পেয়েই তাদের দেশে ফিরিয়ে আনে ভারত সরকার।
কাবুলের ব্যাংকে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেন আপ্পাজি আংগারা। তার বিরুদ্ধে ২০১৭ সালে লাহোরের মল রোডে সন্ত্রাসবাদী হামলার অভিযোগ এনেছে পাকিস্তান। দেশে না ফেরালে আইএসআই এদের অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়ার ছক করেছিল বলে দাবি গোয়েন্দাদের।