গিলগিট এবং বালুচিস্তানকে পাকাপাকি ‘সেনা প্রদেশ’ তৈরির পরিকল্পনা পাকিস্তানের !
কলকাতা টাইমসঃ
পাক অধিকৃত গিলগিট এবং বালুচিস্তানে পাকাপাকি ভাবে ‘সেনা শহর’ তৈরির পরিকল্পনা করেছে পাকিস্তান। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাক অধিকৃত কাশ্মীরের মানবাধিকার কর্মী ড. আমজাদ আইয়ুব মির্জা। বিষয়টি ইতিমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। কারণ ভারত কখনোই এই অঞ্চলকে পাকিস্তানের অংশ বলে মনে করে না। এমনকি ওই অঞ্চলের বাসিন্দারাও দীর্ঘদিন ধরেই পাক বিরোধী আন্দোলন করে চলেছেন।
জানা যাচ্ছে, এখানকার চালাস এবং নলটারের বিস্তীর্ন অঞ্চল অতীতে সেনাবাহিনী নিজেদের দখলে নিতে চেয়েছিলো। স্থানীয় বাসিন্দাদের ব্যাপক প্রতিবাদে তখন তা সম্ভব হয় নি। বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনী এবং ইমরান সরকার অতীতের সেই চেষ্টায় যথেষ্ট বদ্ধপরিকর।