বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের নিরিখে চার নম্বরে পাকিস্তান
কলকাতা টাইমসঃ
বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের নিরিখে চার নম্বরে স্থান পেলো পাকিস্তান। প্রতিবেশী এই রাষ্ট্রের আগের তিনটি স্থানে জায়গা করে নিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান এবং ইরাক। পাসপোর্ট সূচকটিকে উল্টো করে দেখলে তালিকায় থাকা ১১০টি দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী হলো জাপান। ভারত রয়েছে ৮৪তম স্থানে।
সম্প্রতি, পাসপোর্ট সূচক ধারণার উদ্ভাবক ড. ক্রিশ্চিয়ান এইচ কেলিন এই খবর নিশ্চিত করেন। বেশ কিছুদিন ধরেই এই ধরণের র্যাঙ্কিং সম্পর্কে অনুসন্ধান চালিয়ে আসছে ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ নামক সংস্থা। সেই সংস্থার বর্তমান চেয়ারম্যান হলেন কেলিন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বহির্বিশ্বে ওই নির্দিষ্ট দেশের গ্রহণযোগ্যতার বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে এই সূচক নির্ধারণ করা হয়।