সৌদির দেওয়া ধারের টাকা ফেরত দিতে বাধ্য হলো পাকিস্তান
কলকাতা টাইমসঃ
সৌদি আরবের কাছ থেকে নেওয়া ধারের টাকা ফেরত দিতে বাধ্য হলো পাকিস্তান। ভয়াবহ আর্থিক সংকটের মুখে এবছরের শুরুতেই সৌদির কাছে হাত পাততে বাধ্য হয় পাকিস্তান। কিছুদিন পর ভারতের বিরুদ্ধে না যাওয়ার কারণে সৌদির সমালোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনায় ব্যাপক রুষ্ট হয়ে অবিলম্বে তাদের দেওয়া সঃ ৩০ কোটি টাকা ফেরত চায় রিয়াদ। গত জুলাইয়ে ১০০ কোটি ডলার ফেরত দেওয়ার পর এবার আরও ১০০ কোটি টাকা ফেরত দিতে বাধ্য হলো পাকিস্তান।
এবার সৌদির বাকি ঋণ পরিশোধের জন্য চীনের সহযোগিতা চেয়েছে ইসলামাবাদ। চীন যাতে তাদের বাণিজ্যিক খাতে ঋণ দেয় যা দিয়ে সৌদির দেন শোধ করা যায় তার অনুরোধ জানিয়েছে পাকিস্তান। কারণ আগামী মাসের মধ্যেই পাকিস্তানকে এই অর্থ পরিশোধ করতে হবে। এই বছরের প্রথম দিকে সৌদি, পাকিস্তানকে দেওয়া ঋণের ৩৩০ কোটি ডলার ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।