যুদ্ধে হারবে পাকিস্তান, মেনে নিলেন ইমরান
কলকাতা টাইমসঃ
ইমরান খানের হম্বিতম্বিই সার হলো। শেষ পর্যন্ত মেনে নিলেন ভারতের সঙ্গে যুদ্ধে গেলে, তাদের জেতার সম্ভবনা নেই। আজ রবিবার অবশেষে সত্যিটা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একাধিক বার ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়ার পর অবশেষে শুভবুদ্ধির উদয় হলো তার।
ইমরান বলেন, তিনি শান্তিপ্রিয় মানুষ। যুদ্ধের বিরোধী। তার দাবি, যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না। ভিয়েতনাম তার প্রমান। ভারতের সঙ্গে যুদ্ধ বাধলে পাকিস্তানের হেরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইমরানের স্বীকারোক্তি, যুদ্ধ শুরু হলে, পাকিস্তানের সামনে দুটো রাস্তা খোলা থাকবে। এক, আত্মসমর্পণ করা, দুই, স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া। পাকিস্তানিরা দ্বিতীয় পথটাই বেছে নেবে।