মোদিকে সেদেশে ঢুকতে দেবে না পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশে ঢুকতে বারণ করে দিলো পাকিস্তান।বিশ্বের কূটনৈতিক ইতিহাসে যা বিরল ঘটনা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই ঘটনা দু’দেশের পারস্পরিক সম্পর্ককে আরো নেতিবাচক করবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টম্বর জার্মানি সহ বিদেশ সফরে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
পাকিস্তান কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই সেদেশের আকাশসীমায় ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আগামী ২০ এবং ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয় ভারত সরকারের তরফ থেকে। গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।