ভারতে তৈরী ভ্যাকসিনেই প্রাণ বাঁচাবে পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
ভারতে তৈরি অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিনের দৌলতেই শেষ পর্যন্ত প্রাণে বাঁচার রাস্তায় হাঁটলো পাকিস্তান। ভারতে উৎপাদিত প্রায় পৌনে ২ কোটি ভ্যাকসিন পেতে চলেছে তারা।
জানা গেছে, ১ কোটি ৭০ লাখ ডোজের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন এই বছরের এপ্রিল মাসের মধ্যেই তাদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে প্রস্তুতকারী সংস্থার। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তান চীনের সিনোফার্ম, রাশিয়ার স্পুটনিক ভি, এবং অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকা- যার উৎপাদক সংস্থা হিসেবে কাজ করছে ভারতের সিরাম ইনস্টিটিউটকে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
ভারতে উৎপাদিত ভ্যাকসিন এর আগে বিনামূল্যে দেওয়া হয়েছে বাংলাদেশ, ভূটান, নেপাল, মালদ্বীপ, মায়ানমার, শ্রীলংকা, সেশেলস ও বাহরাইনকে। এছাড়াও বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানি করা হয়েছে ব্রাজিল এবং মরক্কোতে। এরই সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ ভ্যাক্সিনেশনের কাজ শুরু হয়েছে দেশজুড়ে।