গোপনে বিমানবন্দরের ছবি তোলার সময় একটি ড্রোনকে ধ্বংস করলো পাকিস্তানী সেনা
নিউজ ডেস্কঃ
ইসলামাবাদে নবনির্মিত বিমানবন্দরের ছবি ও ভিডিও তোলার সময় একটি ড্রোনকে ধ্বংস করলো পাকিস্তান। ড্রোনটি সেই সময় বিমানবন্দরের ওপর দিয়ে উড়ছিল। এই ঘটনায় তিনজন চীনা নাগরিককে আটক করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজন চীনা নাগরিক একটি ড্রোনের সাহায্যে নবনির্মিত বিমানবন্দরের ছবি ও ভিডিও তুলছিলেন। বিষয়টি বিমানবাহিনীকে জানানোর পর ড্রোনটিকে ধ্বংস করা হয়। নিরাপত্তা বাহিনী ওই তিন ব্যক্তিকে আটক করেছে। বিনা অনুমতিতে বিমান বন্দরের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
নয়া ইসলামাবাদ বিমানবন্দরটি ২০ এপ্রিল উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির বিদেশ সফরের কর্মসূচি থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৩ মে বিমান বন্দরটি চালু করা হবে। ইসলামাবাদে ১৯ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ‘ওয়াই’ আকৃতির বিমান বন্দরটি তৈরি করা হয়েছে।