স্পট ফিক্সিংয়ের অপরাধে পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে ১০ বছরের নিৰ্বাসন!
কলকাতা টাইমসঃ
পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে ১০ বছরের জন্য নির্বাসনে পাঠালো পিসিবি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের, এন্টি করাপশন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ওঠা স্পট ফিক্সিং -এর অভিযোগ প্রমাণিত হয়। ২০১৬-১৭ সালে পাকিস্তান সুপার লিগ (পিসিএল) চলাকালিন তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
এই নিষেধাজ্ঞার ফলে এক দশক কোনো ধরনের ক্রিকেটই খেলতে পারবেন না নাসির জামশেদ। নিষেধাজ্ঞার সময়সীমা পার হলে নাসিরের বয়স হবে ৩৮। ফলে নিষেধাজ্ঞা বহাল থাকলে এই ক্রিকেটারের ক্যারিয়ারেই দাঁড়ি পড়তে চলেছে।
পিসিবির আনা সাতটি অভিযোগের প্রেক্ষিতে সেই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নাসির জামশেদ প্রথমে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। যে কারণে পিসিবি, এই ঘটনার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল ই মিরান চৌহান, সাবেক ক্রিকেটার আকিব জাভেদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজেইব মাসুদকে নিয়ে একটি দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করে। তারাই এই ক্রিকেটারকে দোষী প্রমাণিত করে।