January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তানকে ‘সারে জাহাঁ সে অচ্ছা’-র তোপ পাকিস্তানি নেতার  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মরানের ডাকে পাকিস্তানে যখন ‘কাশ্মীর আওয়ার’ পালিত হচ্ছে, তখন লন্ডন থেকে পাকিস্তানের এম কিউ এম সংগঠনের নেতাই পাকিস্তানকে এমন এক তোপ দাগলেন যারপর ইমরান খান নকথায় মুখ লুকোবেন ভেবে পাচ্ছেন না। ওই পাকিস্তানী নেতা গোটা দুনিয়ার সামনে গেয়ে শোনালেন এলো ‘সারে জাহাঁ সে আচ্ছা..’। পাকিস্তানের ‘মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট’ সংগঠনের নেতা আলতাফ হুসেনের কণ্ঠে ‘সারে জাহাঁ সে আচ্ছা .. হিন্দুস্তান হামারা’, গান উঠে আসতেই , সেই ভিডিও ঘিরে তোলপাড় হয় গোটা সোশ্যাল মিডিয়া। শুধু গানই নয়, আলতাফ হুসেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়েও ভারতের সমর্থনে মুখ খুলেছেন সুদূর লন্ডনের বুক থেকে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে পাকিস্তানের এমকিউএম-এর নেতা আলতাফের দাবি, ৩৭০ ধারা ভারতীয় সরকারের অভ্যন্তরীণ বিষয়। তিনি দাবি করেছেন, ভারতের নাগরিকদের বিপুল জনসমর্থন নিয়েই সেদেশের সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে।

Related Posts

Leave a Reply