January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এই হামলা ঘটলে ৯/১১ কে ছোট মনে হত, নিউ ইয়র্কে ইহুদির টার্গেট করে ধৃত পাকিস্তানী 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
/১১-র দুঃস্মৃতি আজও তাড়া করে বেড়ায় আমেরিকাকে। এবার সেই হামলার ধাঁচে বড় হামলার ছক কষতে গিয়ে ধরা পড়ল এক পাকিস্তানি নাগরিক। ফলে ভেস্তে গেল হামাসের ইজরায়েলে হামলার বর্ষপূর্তিতে নিউ ইয়র্কে ইহুদিদের উপরে হামলার পরিকল্পনা।
কানাডার কুইবেকের প্রদেশের ওরমস্টাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহজেব নামের ওই অভিযুক্তকে। টরন্টোর কাছেই বাড়ি তার। প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে, আইএসের সদস্য ছিল সে। তবে শাহজেবের সঙ্গে নাকি আরও দুজন ছিল। তাদের সন্ধান এখনও মেলেনি বলে জানা গিয়েছে। চলছে তল্লাশি। ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঠিক কী মতলব ছিল শাহজেবের? জানা যাচ্ছে, ব্রুকলিনে ইহুদি সেন্টারে গুলিবর্ষণের মতলব কষছিল সে। লক্ষ্য ছিল, যত বেশি সম্ভব ইহুদিকে গুলি চালিয়ে হত্যা করা। স্বাভাবিক ভাবেই এমন কথা শুনে শিউরে উঠছেন তদন্তকারীরা। কিন্তু কেন নিউ ইয়র্কই? অভিযুক্ত জানাচ্ছে, আমেরিকায় সবচেয়ে বেশি ইহুদি বসবাস করে আমেরিকাতেই। তাই ওই শহরকেই বেছে নেওয়া হয়েছিল।

Related Posts

Leave a Reply