রবিবার ভারতীয় ক্রিকেটারদের সমর্থনে গলা ফাটাবেন পাকিস্তানি সাপোর্টাররা !
কলকাতা টাইমসঃ
আগামী রবিবার বিরাট কোহলিদের হয়ে মাঠে চিৎকার করতে দেখা যাবে পাকিস্তানি সমর্থকদের! তেমনটাই জানাচ্ছেন ইংল্যান্ডে বসবাসকারী পাকিস্তানিরা। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হোসেন গতকাল তাদের দেশের পাকিস্তানি ক্রিকেট ভক্তদের উদ্যেশ্যে টুইটারে একটি প্রশ্ন ছুড়ে দেন।
টুইটারে নাসের হোসেন লেখেন, “Question to all Pakistan fans .. England vs INDIA .. Sunday .. who you supporting?” এর পরই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ককে রি-টুইট করেন আহমেদ সালেম নামের এক পাকিস্তানি সমর্থক। তিনি লেখেন, ‘Yes, of-course we love our neighbour’s. Of-course we support India. ????❤???? #CWC19. জুনের মালিক নামের আরও এক পাকিস্তানি সমর্থক নাসের হোসেনকে রি-টুইট করেন লেখেন, ‘Neighbors Support’.