ভোটে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানী এই কন্যা !
কলকাতা টাইমসঃ
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী রক্ষণশীল উপজাতীময় এলাকা হলো দির। যেখানকার মহিলারা এতদিন নির্বাচনে ভোটটুকুও দিতে পারতেন না। এবার সেখানেই প্রার্থী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন হামিদা শহিদ।
আসন্ন নির্বাচনে হামিদা তেহরিক-ই-ইনসাফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একসময় তালিবানদের শক্ত ঘাঁটি ছিল এই দির। সেখানে মেয়েদের অধিকার ছিল খুবই কম। এমনকি তাদের ভোট দিতেও দেওয়া হতো না। ২০১৭ সালে দির -এর এক কাউন্সিল নির্বাচনের ফলাফল গ্রহণ করতে অস্বীকার করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। কারণ সেখানে কোনওমহিলাই ভোট দেননি। কমিশন বলেছিল, নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে অন্তত ১০ শতাংশ মহিলা ভোটারকে ভোট দিতেই হবে।
হামিদা শহিদ তারই সুযোগ নিয়েছেন। তিনি প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-এ-ইনসাফের টিকিটে দির আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন। এ প্রসঙ্গে হামিদা শহিদ বলেন, একজন মহিলা যদি ভোট দিতে পারে, তাহলে সে ভোট চাইতেও পারে। এই প্রথম সেখানে কোনো মহিলা নির্বাচনে প্রার্থী হলেন।