নিজেদের শক্তি বাড়াতে এবার রুশ এয়ার ডিফেন্সে নজর পাকিস্তানের
নিউজ ডেস্কঃ
উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া ইসলামাবাদ। আর তারই জের ধরে ভারতের কাছে যেসব অস্ত্র আছে সেগুলো কিনতে এবার রাশিয়ার দ্বারস্থ হলো পাকিস্তান। যুদ্ধবিমান, ব্যাটল ট্যাংক সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনতে এবার রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করছে পাকিস্তান।
এই ব্যাপারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান জানিয়েছেন, মস্কোর কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী পাকিস্তান।রাশিয়ার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের আগ্রহ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। আমরা বিভিন্ন ধরনের রুশ অস্ত্র প্রযুক্তির ব্যাপারে আগ্রহী। আমরা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কথা বলছি। আলোচনা শেষ হলে এ ব্যাপারে জানানো হবে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দীর্ঘ মেয়াদি চুক্তিতে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে টি-২০ ট্যাংক কিনতেও আগ্রহী। এককালীন চুক্তিতে নয়, বরং দীর্ঘমেয়াদি চুক্তিতে এই ট্যাংক কিনতে চায় পাকিস্তান। এছাড়া রাশিয়ার সু-৩৫ যুদ্ধবিমান কেনা নিয়েও আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কয়েক বছরের মধ্যে এই ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে পারে বলেও জানান তিনি।