এসে গেলো পাকিস্তানের নতুন শোয়েব আখতার !
কলকাতা টাইমসঃ
নতুন শোয়েব আখতার পেল পাকিস্তান। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের সঙ্গে তাঁর চেহারায় কোন মিল না থাকলেও গতিতে ছুঁয়ে ফেলেছেন শোয়েবকে। তাঁকে দেখার পর পাকিস্তানি ক্রিকেটমহল নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে।
নাম: মোহাম্মদ হাসনাইন। পাকিস্তান সুপার লিগে যিনি এখন আকর্ষের কেন্দ্রে। তাঁর গতি মনে করাচ্ছে শোয়েব আখতারকে। কমবয়সী এই পেসার পাকিস্তান ক্রিকেটে রীতিমতন ঝড় তুলেছেন। হাসনাইনের বয়স মাত্র ১৮ বছর। তাঁকে ইতিমধ্যেই বোলিং বিস্ময় বলতে শুরু করেছেন অনেকে। হাসনাইনের বোলিংয়ের লাইন-লেন্থ-এর প্রশংসায় ক্রিকেট বিশেষজ্ঞরা। তা ছাড়া ভয়ংকর বাউন্সার তাঁর হাতে। ডেথ ওভারে ব্লক হোলে দুর্দান্ত ইয়র্কার করার জন্যও প্রশংসা কুড়িয়েছেন এই কিশোর। তবে সব ছাপিয়ে গিয়েছে তাঁর গতি।
পিএসএলের এক ম্যাচে তিনি একটি ডেলিভারি করলেন যার গতি ঘণ্টায় ১৫১ কিলোমিটার। পিএসএলে এখনও পর্যন্ত ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি জোরে কেউ বোলিং করতে পারেননি। হাসনাইনের গতিতে মুগ্ধ শোয়েব মালিক। উচ্চতা ও ফিটনেসের জন্যই হাসনাইন এমন জোরে বোলিং করতে পারছেন বলে মনে করেন শোয়েব মালিক। এছাড়া হাসনাইনের ফিল্ডিং সাজানোর দক্ষতাও প্রশংসা কুড়িয়েছে। একটা দুটো বল নয়, ওভারের প্রায় প্রতিটা ডেলিভারি ১৪০ কিমি প্রতি ঘন্টার বেশি গতিবেগে করছেন তিনি।